আজি জীবন সায়াহ্ন ক্ষণে
ভাবিলো কবি আনমনে --
                     এ কোন ভ্রান্তির ছলনে
                    ফুরাইলো সুবর্ণ প্রহর!

                                তবে কি এ জনম  বৃথা?

মায়াবিনী ততক্ষণে --
রেখেছিনু সম্মোহনে
                         আজি অন্তিম ক্ষণে
                        জাগিলো তব অন্তর?
 
                           মুমূর্ষু প্রাণের উপলব্ধি বৃথা!

      হাসে অন্তর্যামী--
                     রাজ্যাসনে বসিয়া রাজন
                     যবে প্রজাকেই সম্ভাসে প্রভু!

                    শিল্পের পূজারি আমৃত্যু যখন
                    শিল্পী কে তো খোঁজ'নি  কভু!

                     সুরের মূর্ছনায় মোহিত প্রাণ
                   বাঁশরীর চরণই  সিজদা'র প্রভু!

কবিপ্রাণ
বিমূর্ষ ফ্যাকাসে
     নিদারুণ আফসোসে
             আঁখিডোরে সম্ভাসে-

            "চক্ষুষ্মান যদিবা স্বাধীনতায় কৃতদাস
            প্রান্তে বিবেকে দংশন অমোঘ সর্বনাশ!"


...........................................
২৫  ফেব্রুয়ারী, ২০২৪
সেনবাড়ি, ময়মনসিংহ।