তুমি নজরুল তুমি কবি
তুমিই অগ্নিবীণা মহা বিদ্রোহী
তুমি বিজলি, বজ্রকন্ঠের ধ্বনি
নারী অধিকার, সাম্যে আরোহী
তুমি জ্বলন্ত বহ্নি, প্রলয় শিখা
তুমি চক্রবাক নবযুগে ধুমকেতু
তুমিই অন্যায়ে সদা বিষের বাঁশি
যুগে যুগে মানবতার কল্যাণ হেতু
তুমিই নজরুল রুদ্রমঙ্গল
তুমি প্রদীপ স্বাধীনতার সূর্য
যেন কুহেলিকা দুর্দিনের যাত্রী
তুমি মহা যুদ্ধ, অনির্বান রণ তূর্য।
তুমি নজরুল সাহসী সন্তান
তুমি মহাপ্রলয় চিরন্তন প্রতিবাদী
তুমি তো ব্যথার দান,রিক্তের বেদন
তুমি দুরন্ত তুমিই সোচ্চার সাম্যবাদী