চালাইতে সংসার যোগাইতে স্ত্রী-পুত্রের মুখ-অন্ন
নিজাম ডাকাত একে একে খুন করিল একশো একান্ন।
লুন্ঠিত ধনে বেশ কাটিয়া যাচ্ছিল তাহার জীবন সংসার
হঠাৎ হৃদয় প্রশ্নবিদ্ধ হলো একদিন রাতের আঁধার।
ঘুমন্ত স্ত্রীকে ডাকিয়া তুলিয়া সখেদে কহিলো," প্রিয়া,
মহাপাপিষ্ঠ হইয়াছি আমি শতাধিক খুন করিয়া।
বিবেক জলাঞ্জলি দিয়াছি ভাবিয়া তোমাদের কথা
শত স্ত্রীকে বিধবা করিয়াছি, অন্তরে কি নিদারুণ ব্যথা!
মোর ছুরাঘাতে শহীদ হইয়াছে হয়তো নবজাতকের পিতা
এই পাপে নিশ্চয় রুষ্ট হইয়াছেন আরশে আসীন বিধাতা।
ওগো প্রণয়ের সাথী, আখিরাতে আমি স্বামীর লাগি
তুমি কি হইবে মোর এহেন পাপের একটুখানি ভাগি?"
স্ত্রী উত্তর করিলো, "আমি অবলা নারী আপনার ঘরোনী
মোর ভরণপোষণের দায়িত্ব আপনার একথা সত্য চিরদিনই।
তাই আপনার পাপের ভাগ বলেন কি করে নিই আমি!
কথাটক নেহাৎ শুনকে মন্দ পারলে ক্ষমা করবেন স্বামী।"
স্ত্রীর কথা শুনিয়া ধমনিতে আতঙ্ক প্রবাহিত হয় তাহার
কলুষিত হৃদয়ে হঠাৎ ঢেউ খেলে যায় তুফান অনুশোচনার।
রাত্রি প্রভাত হইতেই নিজাম ডাকাত ছাড়িয়া আসে বাড়ি
কিরূপে পাপমোচন হইবে এখন একটাই লক্ষ তারি
কিছুদুর আসিতেই সাক্ষাৎ মেলে এক দরবেশ- আলেমের
নিজাম ডাকাত অশ্রু ভিজিয়া হাত ধরিয়া কয় হুজুরের,
"একশো একান্ন নরহত্যা করিয়া আজি আমি পাপের অথৈই নদী
অকুল দরিয়ায় কুল পাইবো পাপ মোচনের উপায় বলেন যদি।"
সব শুনিয়া হুজুর কহিলো দুই চোখে অশ্রুধারা ছেড়ে,
"পাপের নদী তুই হইলে; খোদা আমার দয়ার সাগর ওরে!
মুসাফির খানিক দুরেই কবরস্থান, মৃত লোকের বসবাস
ঐ কবরস্থানের পাশেই আছে এক নিষ্প্রাণ কাষ্ঠল গাছ।
তাতে যদি কোনো দিন পাতা গজায়, ফুটে আবার ফুলে
বুঝবি তবে রবের দয়ার তরীই ভিড়েছে তোর কুলে।
সপ্তাহ যায়, মাস যায়,হয় বছরের পর বছর পার
অনুশোচনার আত্মগ্লানিতে আলো আসে কাটিয়া আঁধার।
একদা মধ্যরাতে নিজাম ডাকাত বসিয়া আছে কবরস্থানের পাশে
হেনকালে এক যুবক চুপিচুপি কবর খুড়িতে আসে।
খানিক পরে তুলিয়া আনে সদ্য মৃত অপরুপা রমনীর লাশ
হীন অভিপ্রায়ে পাপিষ্ঠ করিতে যায় মৃত নারীর সতিত্ব নাস।
সাত-পাঁচ না ভাবিয়া নিজাম ডাকাত পূর্ণ করিতে বাহান্ন
তৎক্ষনাৎ ছুরাঘাতে দুরাচারীর গর্দান করিল বিচ্ছিন্ন।
রক্তের ফোয়ায় মাটির প্রতিটি কণা অমনি ভিজিয়া যায়
হঠাৎ চাহিয়া দেখে মৃত গাছে সবুজ পাতা উঠিছে গজায়,
রঙিন ফুলে ভরিয়া গিয়াছে নিষ্প্রাণ কাষ্ঠল শাখায়
নিজাম ডাকাত হাত তুলিয়া শোকর আলহামদুলিল্লাহ জানায়।
অবশেষে ইতি টানে অাত্মগ্লানির বিষম নরক যন্ত্রণার
খোদার দয়ায় পাপের দ্বারাই পাপ মোচন হয় তাহার।