যতদিন এ জীবন তরী
ভাসিবে স্রোতের পানে,
তোমারে আমি রাখিব ধরি
মুক্তির গানে গানে।
শোকের মাসে তব শোকে
আর নয় বৃথা জল,
শোকের ছায়া শক্তি রূপে
আনিবে এক বদল।
সিক্ত আঁখি, শুষ্ক স্বরে
করিব না আর বিলাপ,
নতুন করে বাংলার বুকে
ফোঁটাব আবার গোলাপ।
শান্ত জাতি দুরন্ত হবে
ঘটিবে অভ্যুত্থান,
বিশ্ব এবার অবাক চোখে
দেখিবে নব-উত্থান
@বঙ্গবন্ধুর স্মরণে,,,,,,,