মম হৃদয়ে যার অবাধ বিচরণ
আজি তারে ভুলিতে শত আয়োজন!
মোর আঁধারে রাঙানো স্তব্ধ নিশীথে
যে আশার প্রদীপ তুলে দিয়ে হাতে
স্বপ্নে ভাসালো এক অরুণ প্রভাতে
কেবলই মৌনতার আলিঙ্গনে।
খানিকটা পথ এসে জানিনা কোন দোষে
হাতখানা ছেড়ে দিয়ে বলে সে অবশেষে
"আপন নাহি হবো, সবকিছুই তো মিছে
ভুলে যাও তুমি মোরে। "
মম আবেগের সমারোহে স্নেহপ্রীতিতে
ভালোবাসায় জড়িয়ে অন্তরের অন্তপুরীতে
তারে বাঁধিয়া নিয়া সুখে সখা রীতে
আজি কাঁদি প্রহসনে!
যতই দূরে যাই পিছুটানে স্মৃতিছায়া
আপন করে নিই বৃথাই ভুলিতে যায়া
তবুও সে তো মায়া,মরীচিকা মায়া
কিরূপে বাঁধিব তারে?