আমরা মানুষরা অনুভূতি নিয়ে সওদা করি
আবেগ লুকিয়ে রাখি গাম্ভীর্যের বর্মে
ক্ষত আড়াল করি বাঁকা ঠোঁটের হাসিতে
দুর্বলতা ঢেকে রাখি আধিপত্য কায়েম করে
এভাবেই দক্ষ নাবিকের মতো জীবনের হাল ধরে
এগিয়ে চলি শতাব্দীর পথে...

কিন্তু
দিন শেষে আমরা প্রত্যেকেই ভীষণভাবে একা
ভিতরে ভিতরে ধুমরে মুচড়ে ভেঙে যাই
অট্ট হাসির আড়ালে আর্তনাদ করি রোজ
অথচ এই চরম সত্যিটা কায়দা করে লুকাতে হয়
পরিবার থেকে,সমাজ থেকে, তামাম দুনিয়া থেকে!

আমি ঠিক ঐ মানুষটা হতে চাই
যে মানুষ টা কখনো আমার হয়নি!
যে মানুষটাকে আমি আমরা প্রত্যেকেই খুঁজি রোজ
একটু প্রশান্তির আশ্রয়ে...
যার কাছে অনাবৃত করা যায় অনুভুতি সবটুকু
উন্মুক্ত করা যায় গাম্ভীর্যের শামীয়ানা
গচ্ছিত রাখা যায় বিশ্বাসের পান্ডুলিপি।।


০৭ ই জুন,২০২৪
সেনবাড়ি, ময়মনসিংহ।