এ কেমন ফাগুন?
মনেতে জ্বলে আগুন!
এক নীরব অনলে
হৃদয় পুড়ে ক্ষণে ক্ষণে
নিত্য দিনে ভোরে
ব্যথায় শ্রাবণ ঝরে।
নির্মিলিত দুটি আখি
সদা নির্ঘুম স্বপ্ন আকি
অপেক্ষায় গুনি রজনী
শূন্যতায় বসন্ত রাণী!
হৃদয়ে উত্তাল তরঙ্গ
আসিবে কবে বিহঙ্গ?
কাননে বসিয়া কলি
প্রতীক্ষায় ডাকে মৌ অলি
আজি অভিমানী বকুল
আবেগে হয়েছে আকুল!
বসন্ত রাজও দিশেহারা
প্রণয়ের মাধবীলতা ছাড়া
হৃদয়ে জ্বলছে আগুন
এ যেন বিষণ্ন ফাগুন!