প্রিয় ফুল গোলাপ!
এখনো সময় হয়নি প্রস্ফুটিত হবার
আজ তুমি কলি হয়েই থাকো
ওখানে আবদ্ধ বাগিচায়, এক কোণায়
আসন্ন বসন্তের আদম্য প্রতীক্ষায়!
প্রিয় ফুল গোলাপ!
এখনো সময় হয়নি সুগন্ধি ছড়াবার
তুমি সৌরভ সঞ্চায়নে মুখর থাকো
সমগ্র পাপড়ির ভাজে, চূড়ায় চূড়ায়
আসন্ন বসন্তের আদম্য প্রতীক্ষায়!
প্রিয় ফুল গোলাপ!
এখনো সময় হয়নি অস্তিত্বের জানান দেবার
তুমি আজ নিরব হয়েই থাকো
আবৃত হয়ে সবুজ বৃন্ত পাতায়
আসন্ন বসন্তের আদম্য প্রতীক্ষায়!
প্রিয় ফুল গোলাপ!
এখনো সময় হয়নি মধুকরে আসিবার
আজ তুমি মধুকুঞ্জ সাজাতে থাকো
নিত্য আত্ম কলবে শিরায় শিরায়
আসন্ন বসন্তের আদম্য প্রতীক্ষায়!