যখন বিশ্ববাজারে চলছে প্রেমমন্দার মহড়া;
আমি মহাবিশ্বের যত মুগ্ধতা নিয়ে আত্মসমর্পণ করেছি তোমার আঙ্গিনায়।

শুনেছি,পরাজিত নাবিককে জলদেবী ফেরায় না
আলিঙ্গন করে নেয় গভীর সঙ্গমে।
তিলোত্তমা; তুমি আমায় ফিরিয়ে দেবে?


২১ডিসেম্বর,২৪
সেনবাড়ি, ময়মনসিংহ।