আমায় উন্মুক্ত করে দিয়েছি তোমার সমীপে
স্পর্শ করার চাবিগুচ্ছ সুরক্ষিত তোমার হাতে
অনুরাগের পান্ডুলিপিতে মলাটবদ্ধ প্রবেশাধিকার
অনুভূতির অনুভবে অবগাহনই অমূল্য অনুমতি,

আমি নিষিদ্ধ,আবদ্ধ অপেক্ষার অমোঘ চক্রে...




২০নভেম্বর,২৪
সেনবাড়ি, ময়মনসিংহ