আমার হৃদয়ে একটা ক্ষত আছে
দকদকে ঘাঁয়ের তীব্রতা
গলগল করে রক্ত ঝরছে প্রতিনিয়ত।
ঈশ! কি অসহ্য যন্ত্রণা
হরহামেশা কুঁকড়ে উঠি।

উহু আমি এই ক্ষতের মলম চাইনা
চাই না ব্যথার দাওয়াই।
আর না চাই কোনো সহানুভূতি কিংবা
কারো সহানুমর্মিতা।
এ ব্যথা আমার,একান্তই আমার।
এ আমার হৃদয়ের রক্তিম আলপনা  
অন্তরের আরাধ্য অতিথি।

নিশ্চয়ই,
চঁন্দন কাঠ যতো আগুনে পোঁড়ায়
ইহার  সুগন্ধি আরো বহুগুণে ছড়ায়।

১৭ তারিখ,২০২৫
নাসিরাবাদ, ময়মনসিংহ