আসিবে শত অলি সুদর্শন যুবক কত শত জন
সানন্দে করিতে আসিবে তুমি ফুলের পাণিগ্রহণ,
তুমি কিনা হেথা করিয়াছো আঁধার অমানিশা বরণ
আপাদমস্তক মুড়িয়েছো বৃথাই বোরখা আবরণ।
আসুক না তাতে সমস্যা-ই বা আছে কোথায় ?
আমি তো আছি প্রশান্ত চিত্তে বোরখা অন্তরায়
হতে নাহি চাহি কভু সেই রসকদম্ব রসের মিঠায়
মক্ষিকা আনাগোনায় যা কিনা উৎকৃষ্টতা হারায়।
হে অন্তরালবর্তিনী, আঁধার মানবী জানো নিশ্চয়
ঢেকে রাখা তরুলতা বিবর্ণ হয় দ্রুতই অতিশয়।
তোমার এই সৌন্দর্য তারুণ্যের ঔজ্জ্বল্য তুফান
বোরখার অন্তরালেই হয়ে যাবে নিষ্প্রভ ম্রিয়মান !
নাহি খেদ নাহি কোনো আফসোস মোর ইহতে
আমার এই পর্দা-প্রস্তুতি চূড়ান্ত সাফল্য লভিতে।
হিজাব তো পড়েছি আমি অমূল্য ইমানরত্ন বাঁচাতে
আসমানি উচ্চতায় আসীন হওয়ার বাসনা আমাতে !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -