আমি এসেছিলাম মাঘের শেষ পার্বণে
হার কাপাঁনো শীতের ঠিক অপরাহ্নে।
যখন ভোরের সূর্য উঁকি দিয়েছিল আকাশে
শীতের চাদর দুলে ছিলো বসন্ত-বাতাসে।
রক্তিম কৃষ্ণচূড়ার ফুটন্ত আগুন
তুলেছিল রব খুশিতে গুণ গুণ।
শিশিরে ভেঁজা সেই বিলাসি ফাগুনে
কোকিলও মেতেছিল আগমনী গানে।
সেদিন প্রকৃতিও শিমুলের ডালে ডালে
অপেক্ষারত-উন্মুখ ছিল দু'হাত তুলে।
স্বপ্নগুলোও সেদিন নির্মল হাসিতে
যেন প্রাণ পেয়েছিল আমি আসিতে।
বৃক্ষরাজিও সেদিন মেলেছিলসবুজ ডানা
প্রকৃতি প্রসন্ন ছিল, করে নি নিষেধ মানা।
রজনীগন্ধাও খুশিতে ছড়িয়ে ছিল সুবাস
দখিনা বাতাস জানালো মৃদু আভাস।
সেদিনও ঝরা বকুলের আবেগী অঁশ্রুতলে
প্রণয়ী ভ্রমরা সুখ খুঁজেছিলো দলে দলে।
কচি কিশলয়গুলিও উৎফুল্ল বদনে
তুলেছিল ঘোমটা আমারই আগমনে!