অনেকগুলো রোদ ব্যর্থ হয়েছে,
আমি বাষ্প হয়নি কিন্তু।
অনেকগুলো বর্ষা জল হয়েছে,
আমি প্লাবিত হয়নি কিন্তু।
দাঁড়িয়ে আছি, যতদিন বাঁচি!
ভালো আছি, অপেক্ষায় আছি!
আমি বেওয়ারিশ দাফন হবো না,
একটু খেয়াল রেখো-তো,
দারুচিনি অথবা কল্লোলের পাতায়,
সমুদ্র অথবা শকুনের চোখে!
দাঁড়াতে দাঁড়াতে-
একদিন মরে যাব অবশ্যি।
আর কেউ না জানুক, তুমি জানবেই-
আমি কখন কোথায় কিভাবে মরেছি।
লাশকাটা ঘরে-
আমার দেহ যেনো না যায়,
আমার রক্ত যেনো বিফল না হয়,
তুমি শরীরে নও-
রক্তে আছো আমার।
~
প্রিন্স রোমান পিকিউ