তোমার প্রকান্ড খন্ড আকার
আমার বেকার মস্তিষ্ক একাকার করে দিয়েছে,
আমি নির্যাতিত প্রেমিক।

কলকলিয়ে উঠছে অত্যাচারের বিষাক্ত চোখ!
আমি ভয়ে বাকরুদ্ধ হয়েছি-
তোমার দাপটের মোহে!
আয়তন পেয়েছি কথনের শেষাংশে।
বিংশ শতাব্দির,
এ বেলায়ও, আমায় বলতে দিলে না,
এই শতাব্দির-
যাত্রী হয়েও মুখে চোখে কুলুপ আঁটলে।

আজ কুড়ি বছরের দিন,
এতদিন হয়ে গেলো তবু জন্ম-
নিরর্থক মনে হয়।
মনে হয়, আমি এখনো বছর পাঁচ!
যা বোঝাও তাই বুঝি,
যা শোনাও তাই শুনি।
গল্প, এখন আর মন মাতায় না,
পাতানো প্রেমে লোভ হয় না,
রয় না বাকি, সয় না কিছুই।
এবার পরিত্রাণ দাও,
যা ছিলো আমার জমানো অতীত,
সব নিয়ে চলে যাও,
তবু পরিত্রাণ দাও।