আমি বৃক্ষতলে বক্ষপেতে শুয়ে আছি,
তোমার দুঃখ ছুঁতে ছুঁতে মৃত্যুর খুব কাছাকাছি।
বেদনার তুষানলে একটু একটু করে মরছি,
কবে যে আমার শেষবেলা আসে?
আমার সে অবেলা আসুক
পিড়ি পাতা আছে-
অবেলা এসে আরাম করে বসুক।
বসে বসে আমায় দেখুক,
দেখে দেখে আমায় চিনুক,
জানুক ওরাও, ভাবুক ওরাও,
আমার এ মঙ্গা অঙ্গ কার তরে পোড়ে?
আমার কাঙালিয়ানা স্বভাবে
অভাব কি এতটুকুও ছিল?
না তো, ছিল না তো!
তবে আমার কি এমন অভাবে
স্বভাব তোমার পাল্টে গেলে রাতারাতি!
তুমি জনতার ভিড়ে-
প্যারিসের টাওয়ার দেখিয়েছো মিছেমিছি?
মিছেমিছি বলেছো গ্যালন গ্যালন ভালোবাসার কথা!
বিলিয়ন বিলিয়ন স্বপ্ন দেখিয়েছো অযথা!
কুপাত্রে জল ঢেলে, ভুল করেছি,
এখন কর্মদোষে শাস্তি পাওয়ার অপেক্ষা।
এখন শাস্তিই আমার স্বস্তি।
~
প্রিন্স রোমান পিকিউ