পোড়া ফাগুন, বুকে আগুন, শহর থৈ থৈ
বিষে ভরা, মনোলাভা, মাগো তুমি কই?

ঐ দূরে হাওয়ায়, কি গন্ধ ভেসে যায়?
ভাঁপা নাকি তৈল পিঠা! ওমা কি মিঠা-
শীতের রোদ, বাড়িজোড়া আমোদ, ফূর্তি
এক রত্তি, কানাকড়ি সুখ আমার জোটে না!
ফাগুন আসে, কুয়াশা দেখি, মা’তো আসে না।

রাবেয়া, কুলসুম, অনামিকা সাথে-
কুলি পিঠা, পুলি পিঠা জুড়ে দাও পাতে।
বড় খালা, ছোট মামি, খুঁড়ো সেই বুড়ি-
পাটিসাপটা পিঠার স্বাদ, মুখে নিয়ে উড়ি।

সেইসব স্মৃতি সুখ, এখনো বুকে জাগে-
দুধপিঠা, গড়গড়ি কে খাবে কার আগে?

খেজুর রসে চুবিয়ে মুখ, কোন পিঠা খুঁজি!
পিশাচ শহর, আমি কার আঁচলে মুখ গুজি।
মা’গো কে খাওয়াবে শীতের পিঠা-
অমন নরম দুহাত, জেগে জেগে সারা রাত!
ও’মা তুমি নেই, এ শহর নিছক অজুহাত।