ভাবছি আমি তোমাকে নিয়ে
যাব একদিন হারিয়ে দূরে ৷
বলব কথা ভিজে বৃষ্টিতে,
কবে হবে পুতুলের বিয়ে ৷

ভাবছি আমি এই আকাশটাকে
লিখব চিঠি মেঘেদের খামে ৷
সেই চিঠিটা পেলে সে শেষে ,
পেয়ে যাব উত্তর বৈশাখে ৷

একদিন বৃষ্টিতে বসে পুকুর পাড়ে ,
মেহেদি রাঙ্গা তোমার হাতটি ধরে
বলব যে আবার চিরচেনা সুরে ,
তুমি যে আমার শোনাবই মেঘটারে ৷
      
                                ১৫।০১।১০