দুটি তৃষ্ণার্ত হৃদয় যখন চাতকের মত
খোঁজে পায় জল , পায় সম্মোহনের ভাষা,
ফুলেল হৃদয়ে তখনই প্রেম আসে হঠাত্‍।
নতুন সব দিনের মাঝে নতুন সব স্বপ্নেরা
মেঘের মতন ধরা দেয় পাহাড়ের গায়ে।
হলুদ পাখির ডানার রেশমি রেশমি হাওয়া যখন
বসন্ত বাতাস হয়ে আবেশ ছড়ায় মনে ,
কাল কোকিলের চোখে যখন সবাই দেখে
এক অপূর্ব পৃথিবীর ষোড়শী রূপ;
তখন তারেই বলে প্রেম ।
প্রেম আসে হঠাত্‍ করে যেমনি আসে
তারাহীন রাতে দলছাড়া জোনাকি উড়ে ।
              
                          ০৫|০৬|১১