সমস্যাতো  সেখানেই বিবর্ণ ঘোলাটে,
পুরুষ যখন সঁাতরাতে গিয়ে অকূল পাথার
পেয়ে যায় মধুমাখা একটি নদী।
বলে বেড়ায় সবাই ভ্রমর এসেছে
ফাল্গুনী হাওয়ায়।
নারী কি কোন ফুল না শরীরী ?

ভাঙ্গেনা যদিও বয়সে বাড়ে ঢেউ,উন্মাত্ততা ;
তবে কেন যুবতী ধারণ করে নাম
তরঙ্গিনী পদ্মা মেঘনা যমুনা।
নদীর ঢেউ থেমে গেলেও তো ফিরে আসে
প্রতিনিয়ত বৃষ্টির ঢলে আবার বর্ষায়।
নারী কি ফিরে পায় তার বয়স,
তরঙ্গিত লাবণ্যময় দেহের নাব্যতা?

নারীও কঁাদে মেঘও কঁাদে একসময়;
তাহলে কি নারীর চোখ ধারণ করে মেঘ;
আর মেঘে কান্নঁায় বৃষ্টি।
নারীর চোখকে যদি মেঘ বলা যায়
তাহলে নারীকে কি বলবে কবি?
নারী কি আকাশ?
নয়তো নারীর রঙ বদলায় কেন এত
খোলস ছেড়ে বদলায় কেন গিরগিটি!
জানিনে আছে কি তার কালের খেয়ায়
লোকানো উত্তর ।

                              ০৫.০৪.০৯