কর্ম ছেড়ে উদাশ হয়ে
হয়ো না তুমি বাজে,
ওহে তড়বড় লেগে পড়
যথাযোগ্য কাজে।

নিজস্ব কাজ করবে নিজে
আসে যায় কী লাজে?
লও হে তুমি নিজেরে খুঁজি
নিজেই আপন মাঝে।

আলসামোতে নেই শান্তি
কেবল বাড়ে হতাশা,
হাত না বাড়ালে কে পিছে-
লয়ে দাঁড়াবে বাতাসা?

এই দিন তো ফুরিয়ে যাবে
সময়-স্রোতে ভাসি,
নিজের জন্য কী জমাবে
কান্না নাকি হাসি?

কর্ম ছেড়ে হয়ো না রে
উদাশ বনের রাজা,
তাকিয়ে দেখ পিছে তব
নেই রে কোনো প্রজা।


রচিত: ১৩ মার্চ ২০১৩; কুরপালা মাদ্রাসা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।