আমার প্রতিটি শব্দমালায় শুধু তুমি-তুমি আর তুমি;
শুধু বাস্তব আলোকচিত্র নয়,
এ চোখের রেটিনাও তোমার কথা বলে;
তুমি আমার বিস্ময়।
আমার প্রতিটি ভাবনায় কেবল তুমি-তুমি আর তুমি;
তুমি শুধু আমার মস্তকে নয়,
মিশে আছ দেহের প্রতিটি শিরায় শিরায়;
তুমি আমার মৃন্ময়।
আমার প্রতিটি মুহূর্ত ঘিরে শুধু তুমি-তুমি আর তুমি;
তুমি শুধু আমার অবসরে নয়,
একাকার হয়ে আছ শত ব্যস্ততা ঘিরেও;
তুমি আমার প্রত্যয়।
আমার প্রতিটি পদক্ষেপে শুধু তুমি-তুমি আর তুমি;
তুমি শুধু আমার অনুরাগে নয়,
প্রতিটি কর্মযজ্ঞ তরে তোমার দ্বারস্থ হই;
তুমি আমার দুর্জয়।
আমার প্রতিটি সুর-ছন্দে শুধু তুমি-তুমি আর তুমি;
তুমি শুধু আমার সাধনায় নয়,
আছ জীবনের রন্ধ্রে রন্ধ্রে, আরাধনায়;
তুমি আমার সঞ্চয়।
আমার প্রতিটি নিঃশ্বাসে আছ তুমি-তুমি আর তুমি;
তুমি শুধু আমার অসময়ে নয়,
সময়ের শ্রেষ্ঠ সঙ্গী হয়ে বাঁচাও আমায়;
তুমি আমার অক্ষয়।
রচিত: ১৫ মে ২০২০; বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।