শীতের দুপুরেও আমি চৈত্রের খরায় পুড়ি,
মাথার উপরে অংশুমালী,
পদতলে প্রস্তর আর বালি;
আমি থাকি মরুভূমির কোনো এক দেশে,
আর তুমি থাকো সিন্ধুপারে,
ও মম তমসার ইন্দুবালা রে!

ও-সিন্ধুজল তোমায় ছোঁয় প্রতিদিন,
ছোঁয় ভেসে যাওয়া শ্যাওলারাও,
তোমারে দেখে ছুটে আসে ঢেউ;
আর আমি পুড়ি রৌদ্র-হুতাশনে,
তোমারে ছোঁয়ার তীব্র আকাঙ্ক্ষা লয়ে,
পৃথিবীর অন্য এক প্রান্তে।

জলভেজা বদন-তব বিহগ দেখে,
দেখে সিন্ধুপারের ঐ প্রেমিক;
প্রকৃতির সব রূপ যেখানে ঠাঁই পায়,
সে আমার যোজন-যোজন দূরে;
এ দূরত্বের দূরত্ব কমুক অচিরে,
এই আমি ফুরিয়ে যাবার আগে।

যতই তুমি দূরে থাকো, দূরত্বটা মিটারেই,
অন্তরা সে তো অন্তরেই রবে,
অন্তরঘর তার একান্ত হবে;
দেহাবয়ব থাকুক যতই আলোকবর্ষ দূরে,
তুমি যে থাকো ঐ সিন্ধুপারে,
ছুঁয়ে মম মনের এ বিন্দুটারে।


রচিত: ০৬ জানুয়ারি ২০২৫; রিয়াদ, সৌদি আরব।