ভালো লাগে প্রেমে পড়তে,
ভালো লাগে তোমার প্রেমেই পড়তে,
এ যেন নেশা আমার, তোমার নেশা, প্রেমের নেশা;
আর তুমি যেন নিয়েছ ঢংয়ের পেশা।
সে ঢংয়ে কুপোকাত অন্তর,
এ নেশার ঘোর বাড়ে আরো জোর,
যাই উড়ে পঙ্খীরাজে স্বপ্ন ছুঁতে দূর নভে সনে তোর;
দিনশেষে দেখি কিছুই নাই রে মোর।
তবু চোখের নেশা তুমি গো,
মনের তৃষাও তুমি ছাড়া হয় না সাঙ্গ,
তোমার অঙ্গে আমার সুপ্ত পিয়াস দেয় বড্ড দাগিদ;
তবু গলে না কো তোমার কঠিন হৃদ।
তুমি-তুমি যেদিকে তাকাই,
তাই তো চায়ের চুমুকে তোমায় খাই,
কড়া লিকার আর চায়ের উষ্ণতায় যে তোমায় পাই;
আর এভাবেই তোমার নেশা কাটাই।
ভালো লাগে তোমায় ছুঁতে,
ভালো লাগে জড়িয়ে রাখতে বাহুতে,
কিন্তু তুমি যে চন্দ্রবতী, চাঁদের মতো আকাশ ঘেসা;
তবে কি মিটবে না মম তোমার নেশা?
রচিত: ২৮ জানুয়ারি ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭