যৌবন চুরি হয়ে যাক,
তবু তোমার অপেক্ষায় প্রাণটা বেঁচে থাক;
মৃত্যুপূর্বমুহূর্তে হলেও
যেন কানে একবার ভেসে আসে তম ডাক।

আয়ুস্কাল ফুরিয়ে যাক,
তবু তোমার প্রতীক্ষায় কেউ জীবন উড়াক;
মসৃণ ত্বক্ কুচকালেও
তোমায় ভালোবেসে মম ভেতরটা জুড়াক।

ভব-সংসার ক্ষয়ে যাক,
তবু তোমাকে পাওয়ার আশাটা রয়ে যাক;
তুমি অন্যের হলেও
আমার আশা’রা দূর নীলিমায় না হারাক।

চন্দ্র সূর্য হারিয়ে যাক,
তবু আমার জীবনে তোমার দ্যুতি ছড়াক;
সব আলো নিভলেও
একটা ‘তুমি’ নক্ষত্র হয়ে এ জীবন ভরাক।

পৃথিবীটা উল্টে যাক,
তবু তোমার স্পর্শ আমার ঠিকানাটা পাক;
সবাই দিক হারালেও
তোমার লাস্যময়ী বদন আমাতে জড়াক।

পৃথিবী ঝলসে যাক,
তবু তোমা প্রেমের বহ্নি আমায় পোড়াক;
আমি মরে গেলেও
তোমার আমার প্রেম কেউ তো জোড়াক।

তৃভুবন জলাঞ্জলি যাক,
তবু তোমাকে পাওয়ার তৃষ্ণা বক্ষ পুরাক;
স্বর্গ-নরক হারালেও
তোমা প্রেমের সুখ মম কখনো না ফুরাক‌।


রচিত: ০৪ সেপ্টেম্বর ২০২৪; সোলাই-১৮, আল-মাশায়েল, রিয়াদ, সৌদি আরব।