যে আমারে ঠাণ্ডামাথায় দূরে সরাল,
আর আমি তারে পাঁজরে জড়ালাম;
যে আমারে পরিকল্পিতভাবে হারাল,
আর আমি তারে অজান্তে হারালাম;
তার জন্য মাঝে-মাঝে মাঝরাতে
চিৎকার করে উঠি অচেতনে,
আর সে ঠিক সুপরিকল্পিত ছকে
সুখের হাসি হাসে সচেতনে।
-------------
যে আমার জন্য এতটুকুও ছাড়ল না,
আমি তার জন্য পুরো নভ ছাড়িলাম;
যে আমার জন্য প্রতীক্ষাও করল না,
আমি তার জন্য পৃথিবী লিখে দিলাম;
তার জন্য আজ পৃথিবী শূন্যতায়
হঠাৎ-হঠাৎ কেঁপে উঠি হায়,
একটা প্রাণের তিতীক্ষায় দম যায়
শ্বাসরুদ্ধকর পরিস্থিতি প্রায়।
-------------
যে আমায় ভরাডুবি করতে ব্যস্ত ছিল,
আর আমি তারে সেবিতে ন্যস্ত ছিলাম;
যে আমায় খুন করতে বিষ কিনে নিল,
আমি তারে বাঁচাতে নিজেরে বিকিলাম;
তার জন্য গগন ফেটে বাজ পড়ে
জীবন-ভূমের এ ঐকতানে,
তার জন্য তুফান ছোটে স্মৃতি মুড়ে
আমার বুকে তার মগ্ন টানে।:
রচিত: ৭ মার্চ ২০২৪; মধ্য মাঝবাড়ি, কোটালীপাড়া, গোপালগঞ্জ।