স্বর্গ একদিন নরক’কে কহিল:
ওরে নরক, তুই তো কোনোদিন স্বর্গে যেতে পারবি না।
উত্তররে নরক: ওহে স্বর্গ, তুই পারলে নরকে গিয়ে দেখা।

—স্বর্গ চিন্তিত হইয়া ভাবিল, কথা তো সত্য।

অতঃপর কবি কহিল:
স্বর্গে থাকে না স্বর্গ, নরকেও নাই নরক,
স্বর্গ-নরক অন্তরে রয়, আমরাই তার বাহক।
নরক কখনো স্বর্গে যাবে না, স্বর্গও যাবে না নরকে;
মানুষ যেখানে যাইতে স্বপ্ন-দুঃস্বপ্নে ভোগে,
সেই স্বর্গ-নরকই ঢুকে বসে আছে মনুষ্য মস্তক-ভ্রমে।


রচিত: ১০ জানুয়ারি ২০২৫; রিয়াদ, সৌদি আরব।