স্বাধীনতা তুমি কার?
আপামর জনতার একটু সুখের হাওয়া,
নাকি দুর্নীতিবাজের হাতে গরম মোয়া?
স্বাধীনতা তুমি কোথায়?
শ্রমিকের ঘামে মিশ্রিত ন্যায্য পাওনায়,
নাকি কালো অর্থে কেনা প্রিয়ার গহনায়?
স্বাধীনতা তুমি কেমন?
একবেলা খাদ্যে ক্ষুধার্তের হাসিটা যেমন,
নাকি নাইটক্লাবে মদ্যপানে তৃপ্তিটা যেমন?
স্বাধীনতা তুমি কোন্ রঙে?
ধনীর দুলালির পরনে ঝলমলে কাপড়ে,
নাকি টোকাই শিশুর ধুলো-মাখা ধুসরে?
স্বাধীনতা তুমি কিসে?
ধনীর পোষা কুকুরের খাদ্য চিকেন গ্রিলে,
নাকি পতিতার রোজ সেবিত ওষুধ পিলে?
স্বাধীনতা তুমি এসে-
কই গেলে? ঘুরেছো কি মজুরের পকেটে?
নাকি উড়ছো কোটিপতির সাথে রকেটে!
স্বাধীনতা তুমি কী জাত?
সাম্প্রদায়িক গোঁড়া ধার্মিকের তালে নাচা,
নাকি অসাম্প্রদায়িক মুক্তমনার মুক্তখাঁচা?
স্বাধীনতা তুমি কোথায় বাঁচো?
স্বৈর শক্তির দ্বারে দুর্বলের বেঁচে থাকা ভয়ে?
নাকি দুর্বলের তরে স্বৈর শক্তির পরাজয়ে?
স্বাধীনতা তুমি কী চাও?
মিথ্যাকে কচুকাঁটা করুক সত্যের মস্ত ছুরি,
নাকি সত্যোর্ধ্বে মিথ্যাই করুক চির বাহাদুরি?
স্বাধীনতা তুমি কী পাও?
ধনিকে দিয়ে ধন, জীর্ণকে করে আরো নিঃস্ব?
নাকি তুমি ওসব ধনীদেরই শাশ্বত এক শিষ্য!
স্বাধীনতা তুমি কার দলে?
ক্ষমতার ওয়ারিশসূত্রে প্রাপ্ত উত্তরাধিকারে?
নাকি যোগ্য নেতৃত্বে প্রাপ্য সবার অধিকারে?
স্বাধীনতা তুমি কার দখলে?
তোমার সত্তাকে বিকশিত করে যে, তাঁর?
নাকি তোমায় ডুবায় যে গলা টিপে, তার?
স্বাধীনতা তোমার মূল্য কি-
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথেই ক্রমে বাড়ে?
নাকি লজ্জা পাও দেখে রক্তচোষা দেশটারে?
স্বাধীনতা তুমি দেখো কি-
নূন আনতে পান্তা ফুরায় জীবন যোদ্ধাদের?
নাকি তুমি আয়েশ করো মদ্যপে উচ্চবিত্তের?
স্বাধীনতা তুমিও কি চামচার-
তেল মর্দনে ফুলে উঠে হও স্বৈরতান্ত্রিক লর্ড?
তেলা মাথায় তেল দিয়ে তেলের মূল্যে রেকর্ড!
স্বাধীনতা তুমিও কি লভ্যধারী?
গরীবের বুকে বন্দুক ধরে সিন্ডিকেটে মহাখুশি!
নাকি কালোবাজারির মুখে দিতেও পারো ঠুসি?
স্বাধীনতা তুমি কি-
গরিব মারার হাতিয়ার হয়ে রবে ঐ ক্ষমতায়?
নাকি ক্ষমতাকে করবে নিয়ন্ত্রণ স্বীয় সত্তায়?
স্বাধীনতা তুমি নেই!
নেই তুমি সত্যিকারের সত্য বচনে উজ্জীবিত,
নেই তুমি তোমার সত্তায়, স্বাধীনতা তুমি মৃত।
রচিত: ১৮ মার্চ ২০২২; ফুলবাড়িয়া, উত্তরা সেক্টর-১০, তুরাগ, ঢাকা-১২৩০।