সুন্দর বুঝি,
তাই সুন্দর খুঁজি;
সেই সুন্দর যদি হয় গো কোনো সুন্দরী,
তবে যেন আমি আকাশ থেকেই পড়ি।
তৃষ্ণার্ত কাক হয়ে ভেতরটা দেয় ডাক,
দৃষ্টি না সরুক তবু যা হবার হয়ে যাক।

পিপাসায় মরি,
সুন্দর-জল ধরি;
সে জলে শুকনো বুকের ছাতা ভেজাই,
আর সারা অঙ্গে স্নান করে ইচ্ছা মেটাই।
যে ইচ্ছেরা নিভৃতে গোঙায় তৃষ্ণা লয়ে,
তারে দাও ছেড়ে তুমি বেড়িও না বয়ে।

সুন্দরের খোঁজে,
ভবে আসা হলো যে;
তাই সুন্দর শিকারে আমি মহা শিকারী,
ক্ষুধার রাজ্যে আমি এক নৈশ ভিখারি।
তুমি যা চাও তা’ই খুঁজে নাও অকুণ্ঠায়,
যেভাবেই হোক তব দিন তো চলে যায়।

সুন্দর তো সুন্দরই,
লও গো তারে মনভরি;
সে সুন্দর হোক গগনে বা বদনে কারো,
সেবো তারে, কে কী ভাববে তা ছাড়ো‌।
তব চোখে যা সুন্দর, তা যেমনই হোক,
তার চেয়ে সুন্দর যে নেই এই ইহলোক।


রচিত: ১১ মার্চ ২০২৪; গোপালগঞ্জ থেকে ঢাকাগামী চলমান বাসে।