তোমার সৌন্দর্যের ভাঁজে ভাঁজে কবিতার বাস,
তোমার রূপের বহ্নিতে সৃষ্টি এক কবির ইতিহাস।
একটা কলম তোমাকে লিখতে পেরে হয় ধন্য,
একটা পৃষ্ঠা পাগল তোমাকে ধারণ করার জন্য;
একটা মস্তিষ্ক তোমাকে ভাবতে বুদ্ধি করে ধার,
একটা সাধনায় তোমাকে রাখতে চেষ্টা অপার।
এক জনমে তোমায় পেতে পৌরুষ পাগলপারা,
এক প্রেমিকের প্রেম প্রকাশে ভীষণ আত্মহারা।
তোমার সৌন্দর্যের অন্ত্যমিলে ছুটে আসে ছন্দ,
তোমার রূপের বর্ণনা দিতে শব্দেরা করে দ্বন্দ্ব।
একটা অভিধান শব্দ বাড়ায় তোমাকে প্রকাশে,
একটা অভিযান হয় যেতে তোমার ঐ সকাশে;
একটা যৌবন করে তীব্র আন্দোলন তব তরে,
একটা যুবক তোমাকে চায় তার একান্ত ঘরে।
এক-জোড়া চোখ তোমায় দেখতে অনুসন্ধানী,
এক পরশ তোমায় ছুঁতে অনুভূতির হাতছানি।
তোমার সৌন্দর্যের লীলাভূমিতে কবির বসত্,
তোমার রূপের চাষাবাদে করে সাহিত্য কসরত্।
একটা জীবনের সাধনায় সবকিছু হয় তুমিময়,
একটা আরাধনায় তুমি থাকো পুরোটা সময়;
একটা পাগল তোমারে চায় এক মহাকাল ধরে,
একটা ছন্নছাড়া তরুণ হাত বাড়ায় যত্ন করে।
এক টুকরো প্রেম দিতে নিতে কবির কত বাণী!
এক কবিতায় প্রেয়সী তুমি সৌন্দর্যের মহারানী।
রচিত: ১৫ জানুয়ারি ২০২৫; রিয়াদ, সৌদি আরব।