তোর মনের রঙে টান মিশিয়ে
নিজেরে করিলাম অংকন,
তুই স্বার্থ খুঁজে সর্প সেজে
করিলি আমায় দংশন!

তোর কাছে না চাইয়াও কিছু
পাইলাম অঢেল উপহার,
যেই উপহারে ভরাইল জীবন
মনঃকষ্ট আর হাহাকার!

সাপের কামড়ে নেই তত বিষ,
যত বিষ তোমার কামড়ে;
বিড়ালের আঁচড়ে তত জ্বলে না,
যত জ্বলে তোমার আঁচড়ে।

কুকুর কামড়ালে থাকে ক’দিন,
তুমি কামড়ালে রয় চিরদিন;
‌যত ওষুধই করি না কেন সেবন,
হয় না তো কিছুতেই বিলীন।

আমি কত সাবধান থাকিলাম!
তবুও হলো না কো রেহাই,
বুঝি নাই রে দুধ কলা খেয়ে
নিয়েছে সাপ হৃদয়ে ঠাঁই।

অবশেষে হৃদয়ও খেয়ে আমার,
করিল বিকল সর্ব ফাংশন;
ভালোবাসা বুঝে ওঠার আগেই,
করিল আমায় সর্প দংশন।


রচিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা।