সন্ধ্যাকাশের তারা তুমি
দুলছ কেন একা?
সঙ্গী তোমার নাই কি কোনো!
পাও না কারো দেখা?
সঙ্গী যদি না’ই বা থাকে
সঙ্গে নিবে মোরে?
থাকব নীলে দুজন মিলে
বড্ড প্রীতি-ডোরে।
ভবে হাসতে না মন চাহেরে
হাসব সন্ধ্যাকাশে,
তোমার মতো কিরণ দিতে
হিয়া ভালোবাসে।
মোদের হাসি জগদ্বাসী
করে নেবে প্রিয়,
সন্ধ্যা নিশি হয়ে উদাসী
রচবে কাব্য কবিও।
গগন সনে পৃষ্ঠ কষে
রবো ধরায় চেয়ে,
তুষ্ট হবে ধরার সবে
দেখতে মোদের পেয়ে।
মিটি মিটি আলো জ্বেলে
করব হরষে খেলা,
সব তারাদের করব ডেকে
তাকলাগানো মেলা।
তুমি যদি কারেও নাও
নিও এই মোরে,
সেথা’ও মোর স্বপ্ন অহর
ভেবে অশ্রু ঝরে।
মানব না হয়েও যদি
হতাম সন্ধ্যাতারা,
থাকত না মোর মন্দ-বদ
থাকত কিরণ ভরা।
(১১ বছর বয়সে লেখা কবিতাটি)
রচিত: ৩১ ডিসেম্বর ২০১১; মেহেন্দিগঞ্জ, বরিশাল।