ও আমার টিনএজারের প্রিয়তমা,
ও আমার প্রথম ভালোবাসা,
দেখ আজকে আমার কোনো অভাব নাই,
শুধু একটা তুমি ছাড়া!
মনে কি পড়ে তোমায় বলা সে কথা?
“দেখে নিও আমি খুব জলদি প্রতিষ্ঠিত হব,
আর তোমাকে সবার সামনে দিয়ে ধুমধাম আয়োজনে,
অচিরেই আপন করে নিয়ে আসব খুব কাছে”;
-হ্যাঁ গো, আমি তো অচিরেই প্রতিষ্ঠিত হলাম,
কিন্তু তুমি কই? ধুমধাম করে গেলে কার খুব কাছে?
হা!-হা!-হা! কিন্তু আজ আমার কোনো শূন্যতা নাই,
—শুধু একটা তুমি ছাড়া!
ও আমার টিনএজারের ডিয়ার,
ও আমার প্রথম তৃষ্ণার বিয়ার,
দেখ আজও আমি মাতাল সেই বিয়ারের ধাঁচে,
যা তুমি প্রেমের নামে খাইয়েছ আমায়।
মনে কি পড়ে তোমার দেয়া সে কথা?
“একটাই হৃদয় তোমার, একজনই ভালোবাসা,
তাকে ছাড়া কাউকে জীবনে ভাবতে পারবে না,
সব আশা ছেড়ে দেবে, আমাকে ছাড়বে না”;
-হ্যাঁ গো, আমি তো এখনো আছি তোমার অপেক্ষায়,
কিন্তু কই তুমি? আজ নিমগ্ন কার ভালোবাসায়?
হা!-হা!-হা! কিন্তু আজ আমার কোনো আক্ষেপ নাই,
—শুধু একটা তুমি ছাড়া!
ও আমার টিনএজারের স্বপ্ন-সারথি,
ও আমার প্রথম স্বপ্ন-পুরের রাণী,
দেখ আমি এখনো তোমার স্বপ্নেই বিভোর,
যে স্বপ্ন কেবল তুমিই দেখিয়েছিলে আমায়।
মনে কি পড়ে আমাদের বলা সে কথা?
“আমাদের একটা ছোট্ট সংসার হবে, সাজানো ঘর হবে,
চারিদিকে ভালোবাসার মোঁ-মোঁ গন্ধ ছড়াবে,
এভাবেই আমাদের ভালোবাসা চিরকাল বেঁচে রবে”;
-হ্যাঁ গো, আমি তো এখনো বেঁচে আছি তোমার আশায়,
কিন্তু কই তুমি? কারে ঘিরে আজ তব সংসার সাজাও?
হা!-হা!-হা! কিন্তু আজ আমার কোনো অতৃপ্তি নাই,
—শুধু একটা তুমি ছাড়া!
রচিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৩, মোহাম্মদপুর, ঢাকা।