একদিন তোমার ভাবের ব্যাংক দেউলিয়া হয়ে যাবে,
একদিন তোমার সৌন্দর্যের র‌্যাংক নিম্নপানে গড়াবে;
ডিমান্ড হারিয়ে আমার অভাব যেদিন তুমি বুঝবে,
অভ্যন্তরীণ শূন্যতা কুঁড়ে খেলে সেদিন তুমি খুঁজবে।

হয়ত নিজেকে রাণী ভেবে তোমার কাম্য রাজার সঙ্গ,
জানো কি তুমি ওসব রাজার হাজার রাণী হয় অঙ্গ;
দেহের রাজা পেলেও তুমি মনের রাজা ঠিক হারাবে,
খুঁজবে তুমি যেদিন রাজা অন্য রাণীর কোল জুড়াবে।

একদিন তোমার যৌবন ফুরিয়ে চামড়া কুঁচকে যাবে,
একদিন তোমার সব প্রেমিকের তাতে আগ্রহ কমাবে;
চারপাশ থেকে প্রেমিকের দল সরে গেলে তুমি বুঝবে,
একাকীত্ব ঘিরে ধরলে ওগো ঠিক সেদিন তুমি খুঁজবে।

আজ নিজের ক্ষীণ জনপ্রিয়তায় ভাবছ কত কি যে!
দিন কয়েক বাদে আসবে বুঝ করলে ভুল কি নিজে;
এখনো সময় আছে তুমি আপন ঠিকানা বুঝে নাও,
সময় গেলে সাধন হবে না রে যতই কেঁদে ভাসাও।

একদিন তোমার এই রঙিন বয়সটা তো থাকবে না,
চিরদিন সবাই ভালোবেসে ওরা হৃদয়েও রাখবে না;
তাই সত্যিকারের ভালোবাসাটারে কবে তুমি বুঝবে?
পায়ের তলার মাটি সরে গেলে সেদিন তুমি খুঁজবে!


রচিত: ১৬ জুলাই ২০২২; বেনারসী পল্লী, মিরপুর-১০, ঢাকা-১২১৬