সে হয়ত জানেই না এখনো কেবল তারেই ভালোবাসি;
সে হয়ত মানেই না এখনো আমি তারেই ভেবে উদাসী।
তার হয়ত ধারণাই নেই এখনো রোজ ঐ তারেই সাধি;
তার হয়ত জানাই নেই এখনো রোজ তারে ভেবে কাঁদি।

সে হয়ত বুঝেই না এখনো আমি রচি তারেই মৌনতায়;
সে হয়ত খুঁজেই না এখনো কে লিখে তারেই কবিতায়।
তার হয়ত কল্পনাই নেই এখনো স্বপ্ন বুনি তারেই ঘিরে;
তার হয়ত জল্পনাই নেই এখনো চাই যে তারেই ফিরে।

সে হয়ত মুছেই ফেলেছে স্মৃতিগুলো হৃদয়-পাতা হতে;
সে হয়ত ভাসিয়েই দিয়েছে এ আমায় সময়ের স্রোতে।
তার হয়ত উপলব্ধিতেই নেই কখনো প্রাণপ্রিয় ছিলাম;
তার হয়ত মনেই পড়ে না জীবনে ভালোবেসেছিলাম।

সে হয়ত ভেবেই নিয়েছে আমি তার কেবলই অতীত;
সে হয়ত উচ্ছাসেই গাইছে তার জীবনের নতুন গীত।
তার হয়ত স্মরণই নেই কেউ তার জন্যে দিন গোনে;
তারে চাইব আমরণই, সে হয়ত জানবেই না জীবনে।


রচিত: ০২ সেপ্টেম্বর ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭