জানি রক্তের এ বাঁধন,
হবে না কভু ছেঁদন;
আর হবে না কভু পতন,
মোদের এ বন্ধুত্বের যতন।

যেখানেই থাকো যে,
মনে রেখো আমাকে,
জীবন চলার ফাঁকে,
যেন মোরে স্বরণ থাকে।

আমি ভুলিব না তোমাকেও,
কালের শত দৃঢ় বাঁধাতেও,
তুমি আছ, থাকবে হয়ে প্রিয়,
বন্ধু শুধু এটুকু জেনে নিও।

দেহের চলন করে রক্তে সাধন,
সেই রক্তে মিশে তুমিও হলে বরণ;
মনে রেখো বন্ধু আমার লেখা এ চরণ-
জীবনের প্রতি ক্ষণে যেন তোমাকেই প্রয়োজন।


রচিত: ১৫ জুন ২০১৬; কজুলিয়া উত্তরপাড়া, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।