কবি কবি চেহারায় থাকি ডুবে কবিতায়,
সারাক্ষণ চলে মোর কবিতা নিয়েই ভাবা;
এভাবেই মোর বিবেক হবে রে দিনেক,
কবিত্বে উত্তির্ন মোর এ সাধন প্রতিভা।

এহেন প্রতিভায় আমি হতে যুগ-যুগান্তরে দামি,
লিখে যায় সারাক্ষণ মোর এ হস্তাবদ্ধ কলম;
এই পৃথিবীকে কবিতার এক মালা দিব উপহার,
দিয়ে যাব তারই সাথে লিখে মোর জনম।

জনম সাধন মোর ভাসবে ভুবন সাগর,
হয়ে অন্যতম কৃতিত্বের প্রতিষ্ঠিত মহা-সাধক;
হব সর্বজনীন চিত্রের ভাবনাঙ্কন শিল্পী ধরীত্রের,
আঁকব বিচিত্র চিত্র আমি হব শ্রেষ্ঠ ভাবুক।

এহেন ভাবনার বোঝা নিলাম ভেবে সোজা,
লেখাঙ্গনের বিগ্রহী অস্ত্র কলম রূপি ধনুক;
হেন প্রতিভা কৃতকার্যের দেখতে সাফল্যময় সূর্যের
অমর আলোকে আমার সাধিত ব্যক্তিত্ব মুখ।

চির উন্নত শির আমি ধরব অমর তীর,
তাইত লিখি সারাক্ষণ দেখি না তো রাত্রি কি দিবা;
কবিত্বে ফুল ফোটাব আমি পৃথ্বী আঁধার ঘোচাব,
জানি দিনেক সত্যি হবে মোর এই শৈশবী প্রতিভা।


রচিত: ২২ এপ্রিল ২০১৫; নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।