তোমার মনের কথা রোজ শুনতে
আমি সেই ডাইরি হব,
তোমার ময়ূরকণ্ঠে রোজ বিকেলে
মিষ্টিমধুর শায়েরি হব।

কখনো তোমায় সিক্ত করতে আমি
এক পসলা বৃষ্টি হব,
কখনো তোমায় ভস্ম করতে রহস্য
লয়ে আবার সৃষ্টি হব।

তোমায় পেতে দিনের আলো আর
রাতের অন্ধকার হব,
তোমায় পটাতে রূপ-সৌন্দর্যের
শংসায় বন্দনার হব।

তোমার বদন জুড়ে প্রবাহ হতে ঐ
বারান্দার বাতাস হব,
তোমার বদন ছুঁয়ে বয়ে যেতে
সমুদ্রঢেউয়ের উল্লাস হব।

তোমার সাথে মিশে যেতে ঐ মায়াবী
চোখের কাজল হব,
তোমার কোমল ছোঁয়া পেতে স্নানের
পুকুরের জল হব।

তোমায় আগলে রাখতে এই জনমে
শ্রেষ্ঠ এক প্রেমিক হব,
তোমায় জড়াতে জীবনের সাথে
এক কথায় বিদিক হব।


রচিত: ২৫ এপ্রিল ২০২৪,  মোহাম্মদপুর, ঢাকা-১২০৭