পনেরো বছরের কিশোর আমি,
দেহেতে নব প্রাণ;
কৈশর নয় শৈশব হতেই
তুলেছি মুখে গান।

যুগ শ্রেষ্ঠের সর্বাগ্রে
লিখব আমার নাম;
গর্জনে আমার কাঁপাব
গোটা ধরাধাম।

সাহিত্যেরই অদ্রি-চূড়ায়
গড়ব সিংহাসন;
সেখান থেকেই সর্ব শাখায়
করব বিচরণ।

সর্ব নেত্রে অন্যতম
হতে এ কিশোর;
সাজাবে স্বপ্ন কবিত্বতে
জীবন পুরের বাসর।

যেদিন দেহ প্রাণ হারাবে,
পড়ব চির ঘুম;
সেদিন ধরায় পড়বে আমার
জনপ্রিয়তার ধুম।

সেই স্বপ্ন দেখে মগ্ন,
খাতায় কবিতার আসর;
হব সর্বোজ্জ্বল নক্ষত্র আমি
পনেরো বছরের কিশোর।


রচিত: ২৫ মার্চ ২০১৫; নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।