অশান্ত মন আমার অশান্ত এই হৃদয়,
পলকে-পলকে শুধু খুঁজি যে তোমায়।
আকাশে বাতাসে যেন মিশে তব ছোঁয়া,
লালসায় টানে মোরে তব প্রবল চাওয়া।
মন যে আমার ছিল বড়ই নিরব-নিস্তেজ,
তব দর্শনে প্রেম বর্ষণে হলো যে সতেজ।
কখনো সিক্ত কখনো তিক্ত অনুভূতি হয়,
পাওয়া না পাওয়ার কথা ভেবে লাগে ভয়।
যে হৃদয় সাগরে কভু ওঠেনি ঢেউ উতলা,
নিঃসঙ্গতায় ছিল যার গতিহীন তরঙ্গমালা;
সে হৃদয় সাগরে আজ দেখি লহরী গর্জন,
যত্র-তত্র চর জেগে করছে প্রেম সমর্থন।
চন্দ্রকিরণ আমি মেখেছি অঙ্গে এতকাল,
বুঝিনি রোদ্দুর প্রখরে হবে হেন বেশামাল।
মন মাঝি বায় আজ বাতাসে উড়ন্ত খেয়া,
বৈঠা মোর ভালোবাসা যাত্রী প্রাণের প্রিয়া।
হাওয়ার তরী উর্ধ্বগামী চলে না সমান্তরাল,
ক্ষণ যত হয় অতীৎ তত হয় তপ্ত অন্তরাল।
তাই তো ক্রমের হ্রাস দেহেতে হয়ে অসহ্য,
প্রেমের যাত্রা অতীত করে প্রাপ্তি অনিবার্য।
কর না রে আর কালবিলম্ব ওগো প্রিয়তমা,
উদ্বিগ্ন যত ভালোবাসা তোমার জন্য জমা।
যতদিন না পাবে তোমায় আমার এ জীবন,
শান্ত যে হবে না রে আমার এই অশান্ত মন।
রচিত: ০৯ মার্চ ২০১৭; নিজ ভবন, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।