দামি গাড়ি দামি শাড়ি,
এনে দে না তাড়াতাড়ি;
বছর দু হলো বিয়ে,
কোথাও না গেলি নিয়ে!

ভেবেছিলুম বিয়ের পরে,
হানিমুনে যাব ওরে;
হলো না রে কিছুই তা,
আশা যত হলো বৃথা।

আমি শালি হতভাগী,
হলুম রে তোর লাগি;
বিয়ের আগে বলেছিলিস,
না পেলে যে খাবি বিষ।

ভাবিলুম বাঁচাই তোরে,
আমি শেষে যমের ঘরে!
শপিংয়ের ঐ তালিকাটা,
ময়লায় পড়ে সেটা;

হলো না রে কেনা-কাটা,
তুই শালা অধম বেটা।
আমার মতো সুন্দরী,
পেয়ে তুই মন ভরি-

না পারিলি সাজাতে,
হলুম তাই বেজাতে।
তোর চেয়ে সেই ছেলে,
হতো ভালো তারে পেলে;

পথের ধারে একদিন,
বলেছিল মিন-মিন:
“আই লাভ ইউ মোনা,
আমায় ভালোবাসো না”!

কিন্তু তারে দিলুম না ঠাঁই,
তোরে পেয়ে হলুম রে ছাই।
তুই শালা হতভাগা,
নাই স্বীয় জমি-জায়গা;

কবে দেবো উঁচু ফ্ল্যাট!
হবে দামি সোফা-খাট;
আর আমি হব স্মার্ট,
পাশে রবে বডিগার্ড।

সব আশা বুঝি মাটি,
দে রে তুই মোরে ছুটি;
এ জীবনের চিরতরে,
সুখ পাব না তোর ঘরে!


• (১৩ বছর বয়সে লেখা)
॥ ১২ ডিসেম্বর ২০১৩, কুরপালা মাদ্রাসা, কুরপালা, কোটালীপাড়া, গোপালগঞ্জ॥