যদি বৃষ্টি আসে তোর চালেতে,
নিভৃতে মোরে ডাকিস;
ডায়েরির পাতায় আটকে থাকা
পুরোনো গোলাপ পাপড়ি দিয়ে
নতুন মালা গাঁথিস;
আমি পুরোনো প্রেমের শব্দ নিয়ে
তোর কাছেতে ভিড়ব আবার,
কিছু নতুন শব্দ দিস;
যেই শব্দ দিয়ে তুই আমায়
নিছক ভুলতে শিখেছিস।
•
যদি ভেতরটা তোর কান্দে রে সই,
নিভৃতে মোরে ডাকিস;
তোর মনের ঘরে ফের যতন করে
ভালোবাসার রতন এঁকে দেবো,
তুই চুপটি করে থাকিস;
আমি পুরোনো সেই আবদার নিয়ে
তোর কাছে ফিরব আবার,
তুই গ্রহণ করে নিস;
যেই স্বপ্ন দেখে বাঁচতে সুখে
একদিন ভালোবেসেছিস।
•
যদি বিষণ্নতার মেঘ ভাসে নভে,
নিভৃতে মোরে ডাকিস;
মেঘরাশির ওই আবছায়া সরিয়ে
সূর্য টেনে দেবো তোর গগনে,
শুধু একটু মৃদু হাসিস;
আমি পুরোনো কথায় নতুন করে
তোর জন্য লিখব আবার,
চোখ বুলিয়ে দেখিস;
ওই চোখেতে স্বপ্নে মেতে
আমায় যত্নে রাখিস।
১৫ জুলাই ২০২০; বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।