এই শহরে যদি:
ভালোবাসা হারানোর বিজ্ঞপ্তি টানানো হতো,
তবে সব দেয়ালের প্রতিটি ইট ঢেকে যেত;
এই শহরে যদি:
ভালোবাসায় ফাঁকি দেয়ার জন্য বিচার হতো,
তবে প্রতিটি আদালতে বিচারপতি ঘুম হারাত।
এই জনভূমে যদি:
সব হৃদয়ের রক্তক্ষরণে প্রকৃত রক্তই ঝরত,
তবে বারো মাস বিশ্ব রক্তের বন্যায় ভাসত;
এই জনভূমে যদি:
সর্ব জনের আত্মচিৎকার উচ্চ তরঙ্গের হতো,
তবে সে ধ্বনিতে প্রত্যেকে শ্রবণশক্তি হারাত।
এই নগরীতে যদি:
যত হৃদয় পোড়া গন্ধ সব নাশিকায় পৌঁছত,
তবে চঞ্চল দেহগুলো সব মুমূর্ষু হয়ে যেত;
এই নগরীতে যদি:
বিশুদ্ধ ভালোবাসা’ই একমাত্র অক্সিজেন হতো,
তবে পৃথিবীটা বহু আগেই প্রাণশূণ্য হয়ে যেত।
এই পৃথিবীতে যদি:
ভালোবাসাগুলো অনন্ত তরে চিরজীবী হতো,
তবে রাত হতো না কালো অমাবস্যার মতো;
এই পৃথিবীতে যদি:
ভালোবাসাগুলো কখনোই দ্বিত্বমুখী না হতো,
তবে অন্তরে লাগত না গ্রহণ চন্দ্র-সূর্যের মতো।
এই মায়াপুরিতে যদি:
মায়াগুলো সঠিক সময়ে সঠিক মানুষ পেত,
তবে সব মায়ার বাঁধনগুলো চির অটুট হতো;
এই মায়াপুরিতে যদি:
প্রতিটি অন্তরের মায়া-ছল সদা দৃশ্যমান হতো,
তবে অন্তরের আঘাতে অন্তর কভু না ভাঙত।
এই জগত সংসারে যদি:
মায়ের মতো নিখাদ ভালোবাসা সবাই দিত,
তবে জগতটাই স্বর্গের সব সুখ’কে হার মানাত;
এই জগত সংসারে যদি:
ভালোবাসার মূল্য একমাত্র ভালোবাসা’ই হতো,
তবে ঘুমের বালিশটা জানত না চোখে অশ্রু কত!
এই হৃদয়ভাঙা মর্ত্যে যদি:
হৃদয় ভাঙার সেরা বিজয়ী ঘোষণা করা হতো,
তবে তুমিই যে শ্রেষ্ঠ বিজেতা হতে অনবরত;
এই হৃদয়ভাঙা মর্ত্যে যদি:
ভাঙা হৃদয় জোড়াবার কোনো গ্যারেজ হতো,
তবে এ হৃদয় বারবার তোমায় ভালোবাসত।
রচিত: তৃতীয়-চতুর্থ প্রহর (3:25AM); ২৭ জুন ২০২২, মিরপুর, ঢাকা-১২১৬।