নেতা নেতা পাতি নেতা
এ তো পুরো জাতি নেতা,
তবু কি নেতার অভাব?
বলছি কি আমি যা-তা!

জনগণ তরে নয় তো নেতা
নেতার তরেই জনগণ,
জনতার ভাত তাই তো কেড়ে
করছে নেতায় ভক্ষণ।

জাতি সেবার মুখোশ পরে
বসলে তুমি গদিতে,
ক্ষমতার কড়া হাতে পেয়ে
দেশ ভাসাচ্ছ নদীতে।

আরে বিত্তের যদি এতই নেশা
তবে কেন নেতার বেশে?
পতিতারাও তো গড়ছে প্রাসাদ
এমন আছে কত কি দেশে।

দেশ ভরা নেতার সমাহার
নেতা তবু নেই দেশে,
যা আছে সব কালসর্প আর
রাক্ষুসে জাত মানুষ বেশে।

খাদ্য ওদের মানচিত্র আর
খাদ্য দেশের জনগণ,
দেশ উন্নতির নামে ওদের
হচ্ছে পেটের উন্নয়ন।

পদের নেশায় চলে কুরুক্ষেত্র
পদ পেলেই বাজিমাত,
আঙুল ফুলে হবে কলাগাছ
অর্থ বাড়বে রাতারাত।

উন্নয়নের বাজেট কল্পে
মোটা অংকের কিস্তিমাত,
কাজের নামে ঠনঠনাঠন
হচ্ছে ঠিকই আত্মসাৎ।

তাই নেতা হতে চলছে লড়াই
দেশটাকে ঠেলে মর্গে,
আবার এরাই জাতীর কর্ণধর;
আশা বাঁধো, চাঁদ এনে দেবে স্বর্গে।


॥ রচিত: ০৪ অক্টোবর ২০১৮; বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ ॥