মৃত্যু নামক চরম যম
আসছে ঐ তেড়ে,
হায় হায় এ কি কয়!
জান নিবে কেড়ে।
এ কি কথা বড় ব্যথা
দেহ হবে শূন্য,
কি করি-কি করি আমি!
করিনি তো পূণ্য।
মৃত্যু প্রথা সত্য কথা
ছাড়তে হবে ভুবন,
অবিশ্বাস্য নিজের তরে
মানতে চায় না মন।
সাধন করে জীবন গড়ে
যাবেই দিনেক ঝরে,
দম ফুরালেই চির তরে
নিয়তির উদরে।
মৃত্যু কার্য অনিবার্য
এ অমোঘ নিয়তি,
আসছে ঘটে আদি হতে
সবার একই রীতি।
রচিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৪ ইং, কুরপালা মাদ্রাসা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।