কত বাহারি রঙে সাজিয়েছি জীবন আমার,
শত চাওয়া পাওয়ায় ভরিয়েছি ভুবন আমার;
অথচ আমার যে মরতে বাকি একদিন আর!
তারপর কী হবে আমার সাজানো দুনিয়ার?
অমরত্বের তৃষ্ণায় কাতর হয়ে ছুটছি হায়,
প্রচণ্ড ভয়ে আছি কখন জানি প্রাণটা যায়!
একটুখানি বাঁচার কাকুতি মিনতি করে যাই,
প্রাণশূন্য দেহে যে আমার কোনো মূল্য নাই।
স্বপ্ন আমার আকাশচুম্বী ইচ্ছেরা লাগামহীন,
তবু মৃত্যু্ আমার আঙিনায় আসে প্রতিদিন;
আগলে রাখা সৌখিন ইচ্ছেগুলোর কী হবে?
যদি আমি হঠাৎ করে অন্ধকারে হারাই তবে!
সেদিন হতে আমার নিদ্রা হয়ে গেল বিলিন,
মৃত্যু্র অগ্রিম বার্তা প্রথম শুনেছিলাম যেদিন;
আর ভেবেছিলাম ‘আমার ঠিকানাটা কোথায়?’
এতএত সাধনার হবে কী? যদি প্রাণটাই যায়!
তবে আমি জেনে গিয়েছি আমার প্রস্থান হবেই,
তাই স্বপ্নগুলোর কবর দিয়ে দিলাম এই ভবেই;
প্রিয়তমার হাত ছেড়ে দিলাম এক্ষুনি চিরতরে,
নইলে আবার মায়া জন্মাবে ভবে থাকার তরে!
আমার সময় যে নেই বেশি পৃথিবীতে থাকার,
টিকিট’টাও কাটা হয়ে গিয়েছে অনন্ত যাত্রার;
বিদায় দাও আমায় এক্ষুনি যাত্রা দূর পারাপার,
ছুটে কী লাভ দিগ্বিদিক?
—মরতে বাকি একদিন আর!
রচিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৩; মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।