দিন শেষে রাত আসে
রাত গেলে দিন,
এভাবেই কোনো ক্ষণে
হবে সবে লিন।
আয়ু-সীমা পেরলেই
নিবে তোরে ডেকে,
নিস্তার নেই কারো
এ প্রলয় থেকে।
চিরদিন রবে না রে
এ জীবন তরী,
মরণের হাওয়াতে
যাবে পাল ছিঁড়ি।
আয়ুকাল থাকিতে রে
আয় দ্রুস্ত রাহে,
পাবি তবে জান্নাত
প্রভু স্বয়ং কহে।
॥ ২৫ অক্টোবর ২০১৫, মম নীড়, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ॥