সময় পেলে তুমি নিও খবর,
খোঁড়ার আগে আমার কবর;
লাভ কী কবর ছুঁয়ে কাঁদায়?
মরার আগে ছুঁইয়ো আমায়।

সময় এলে কোরো অবসান,
অবহেলার এ তিক্ত উপাদান;
লাভ কী মরা-পরে ভেবে রত্ন?
মরার আগে দিও একটু যত্ন।

সময় গেলে হবে না রে সাধন,
ঘুচবে না কাঁদিলে শত কাঁদন;
লাভ কী মরার পরে খোঁজায়?
মরার আগে খুঁজিও আমায়।

সময় হলে ডেকো তব দ্বারে,
আমি থাকব জানালার ধারে;
রব তব ডাকেরই অপেক্ষায়,
মরার আগে ডেকো আমায়।

সময় করে খুলিও চিঠিগুলো,
দোষ নেই যদিও মোরে ভুলো;
শুধু জেনো ভালোবাসি কত,
মরার আগে দেখো হৃদ-ক্ষত।

সময় মিললে দিও পত্রোত্তর,
বয়স হোক ষাট কিংবা সত্তর;
তবু শেষ হোক প্রতীক্ষা-প্রহর,
তুমি মরার আগে নিও খবর।


রচিত: ২৬ জুন ২০২৩; ঢাকা টু গোপালগঞ্জ চলমান বাসে।