মাতা:  মিষ্টি মনি!
কন্যা:  বলো কি শুনি?
মাতা:  চলছো কোথায়?
কন্যা:  বন্ধু যেথায়!
মাতা:  কিসের বন্ধু?
কন্যা:  শিউলি, বিন্দু।
মাতা:  স্কুলে যাবে না?
কন্যা:  ইচ্ছে করে না।
মাতা:  কেন শুনি?
কন্যা:  পড়া হয়নি।
মাতা:  কী বললে?
কন্যা:  যা শুনলে।
মাতা:  খুব ভালো!
কন্যা:  আরেকবার বলো!
মাতা:  বলছি শোনো,
কন্যা:  বলো না কেন?
মাতা:  ওখানে দাঁড়াও,
কন্যা:  হাত কেন বাড়াও?
মাতা:  এই ধরেছি কান,
কন্যা:  দিও না মা টান!
মাতা:  কেন রে দেবো না?
কন্যা:  পাচ্ছি গো বেদনা!
মাতা:  পাওয়ার’ই তো কথা,
কন্যা:  যাবো না মা সেথা!
মাতা:  মনে যেন থাকে,
কন্যা:  আচ্ছা মা ওকে।


মাতা:  বই তবে নাও,
        স্কুলেতে যাও;
        কোনো দিন আর
        স্কুলে না যাবার
        করলে বাহানা,
        খাবে কান টানা!
        মিছে করে ছল,
        লাভটা কি বল?

কন্যা:  হয়েছে গো মা!
        আর বলতে হবে না।
        গেলাম তো গেলাম,
        কান টানা ও খেলাম।
        পড়া হয়নি বলে
        মিথ্যে কথার ছলে,
        লাভ হয়নি কোনো;
        মিথ্যে আর কখনো
        বলবো না কান ধরলাম,
        টা-টা, স্কুলে চললাম।


রচিত: ২৮ জুলাই ২০১৫; স্ব-নীড়, বংকুরা, কোটালীপাড়া, গোপালগঞ্জ।