তোমায় কতটা ভালোবাসলে জীবন তৃপ্ততা পাবে?
কতটা ভালোবাসলে এই ভালোবাসা পূর্ণতা পাবে?
কতটা ঘনিষ্ঠ হলে ভালোবাসায় সফলতা আসবে?
কতটা ভালোবাসলে তুমি আমায় ভালোবাসবে?

হৃদয়ে হৃদয় কতটা বন্ধনে তাতে বিষ-গিরা পড়বে?
কতটা ফুল তোমায় দিলে তব ভালোবাসা ঝরবে?
কতটা ভালোবাসলে তোমার জৈবিক তৃষ্ণা মিটবে?
কতটা উন্মাদ হলে আমি’ তুমি ভালবাসায় জিতবে?

তোমার তরে কতটা সাধন সাধিলে উৎসর্গিত হবে?
কতটা মরণকামী হলে তুমি আমৃত্যু আমার রবে?
কতটা প্রদ্বীপ জ্বালালে হৃদয়-চোখে আমায় দেখবে?
কতটা কালি দি’লে জীবন খাতায় আমার নাম লেখবে?

তব তরে কতটা জয় ছিনিয়ে নিলে তুমি বিশ্মিত হবে?
কতটা তীব্র প্রেমানলে পোড়ালে তুমি ভস্মিত হবে?
কতটা পাগলামি করলে তোমার দৃষ্টি আকর্ষিত হবে?
কতটা প্রবল টানের মেঘ-গর্জনে তব প্রেম বর্ষিত হবে?

চৌম্বক-তরঙ্গ যতটা টান্ টানে লৌহ ধাতব পদার্থকে,
তেমনি টানো আমায় তুমি, তোমাতে খুঁজি না স্বার্থকে;
তুমি যে চৌম্বকীয়, আমার মায়া-টানের চির মায়াবতী,
তোমায় এক পৃথিবী ভালোবাসলেও ফুরাবে না এক রতি।


রচিত: ০৩ মার্চ ২০২২, ফুলবাড়িয়া, উত্তরা-১০, তুরাগ, ঢাকা-১২৩০।